শিশু বিয়ে মুক্ত ডিমলা গড়ার লক্ষ্যে অ্যাডভোকেসি কর্মশালা
হামিদা আক্তার, নীলফামারী থেকে : নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্য/শিশু বিবাহকে না বলি, শিশু/বাল্য মুক্ত ডিমলা গড়ি এই প্রতিপাদ্যে ইউনিসেফ বাংলাদেশএল.সি.বি.সি.ই প্রকল্পের আওতায় শিশু/বাল্যবিবাহ নিরোধকল্পে অ্যাডভোকেসি ও মোবিলাইজেশন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (উপ-সচিব) স্থানীয় সরকার নীলফামারী আব্দুল মোতালেব সরকার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। উক্ত কর্মশালায় বিভিন্ন সুপারিশ মালা তুলে ধরে বক্তৃতা করেন ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, সদর ইউপি চেয়াম্যান আবুল কাশেম সরকার, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাস শাহিন, ডিমলা দাখিল মাদরাসার সুপার ও কোড়ানীপাড়া জামে মসজিদের খতিব সাহিদুল ইসলাম, পুরোহীত বিপুল চন্দ্র রায় ও স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ। এ সময় উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলার ১০ ইউনিয়নের নিকাহনামা রেজিষ্টারকারী কাজী, পেশ ইমাম, পুরোহীত, হিন্দু বিবাহ রেজিষ্টার ও বিভিন্ন এনজিও কর্মকর্তাসহ স্থানীয় সুধীবৃন্দ। কর্মশালায় আলোচকগণ তাদের বক্তব্যে বলেন, শিশুর জন্ম নিবন্ধন শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে করতে হবে। কারণ শিশুর জন্ম নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। উপজেলা কাজী ও নিকাহ্ রেজিষ্টারদের দৃষ্টি আকর্ষন কওে বলা হয় ১৮ বছরের নিছে কোন শিশুর বিবাহর রেজিষ্ট্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুবিবাহ রোধকল্পে গ্রামে-গঞ্জে গণ সচেতনতা মূলক প্রচার প্রচারনা চালাতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন