শুধু প্রশ্নপত্র ফাঁস নয়, রেজাল্টও ‘বদলাতেন’ তারা

রাজবাড়ীতে এসএসসি ও সমমানের পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩ সদস্যকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮। শুক্রবার দুপুরে ফরিদপুর-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজবাড়ী সদর উপজেলার স্টেশন রোড এলাকায় এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের কয়েকজন ভুয়া প্রশ্ন বিক্রির কার্যক্রম চালাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র্যাব-৮ এর একটি অভিযানিক দল ৭ ফেব্রুয়ারি রাতে সেখানে অভিযান চালায়। এ সময় মো. মতিন মিয়াকে আটক করে র্যাব। পরে ভান্ডারিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে কামরুল হাসান ও মো. জুয়েল হোসেন নামে আরও দুই প্রতারককে আটক করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিরা দক্ষ মোবাইল টেকনিশিয়ান। তারা এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে সরবরাহ করার লক্ষ্যে অনলাইন ভিত্তিক বেশ কয়েকটি পেজ চালু করেছে। এছাড়াও বিভিন্ন বোর্ড পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষার ফলাফল পরিবর্তনের প্রলোভন সংক্রান্ত কার্যক্রমের প্রমাণ পেয়েছেন। তাদের রাজবাড়ী সদর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
ফরিদপুর র্যাব-৮ এর ২নং কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন