শৃঙ্খলা বিধির গেজেট : সরকারের সঙ্গে আলোচনায় বসতে চায় আপিল বিভাগ
বারবার সময় নিয়েও বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধির গেজেট প্রকাশ না হওয়ায় বিষয়টি সমাধানে ফের সরকারের সঙ্গে আলোচনায় বসার কথা বলেছেন ভারপ্রাপ্ত বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা। এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাও আলোচনায় বসার কথা বলেছিলেন।
রবিবার (৮ অক্টোবর) এ সংক্রান্ত মামলার শুনানিতে আদালত এ কথা বলেন। পরে আদালত গেজেট প্রকাশের জন্য ৫ নভেম্বর পর্যন্ত সময় দিয়ে বিষয়টি মুলতবি করেন।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ রবিবার এ আদেশ দেন। শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশে চার সপ্তাহে সময় চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেন।
আবেদনের শুনানিকালে অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আপিল বিভাগ বলেন, ‘আমরা টাইম (সময়) দিয়ে দেবো। তবে এটা (বিধিমালা) হওয়া দরকার, বসাও দরকার। কোথায় আপত্তি আছে বলেন, তবুও এটা হওয়া দরকার। ৫ নভেম্বর পর্যন্ত সময় দিয়ে দিচ্ছি।’
গত ২০ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে ৮ অক্টোবর পর্যন্ত গেজেট প্রকাশের সময় বেঁধে দিয়েছিলেন।
৬ আগস্ট দুই সপ্তাহ সময় দিয়ে আলাপ-আলোচনা করার কথা বলেছিলেন সর্বোচ্চ আদালত। কিন্তু সরকার ও আদালতের মধ্যে কোনও আলোচনা হয়নি।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেনের মামলায় (বিচার বিভাগ পৃথককরণ) ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের ভিত্তিতে বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধি প্রণয়নের নির্দেশনা ছিল। আপিল বিভাগের এ নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় একটি খসড়া প্রস্তুত করে সুপ্রিম কোর্টে পাঠায়।
এরপর সুপ্রিম কোর্ট একটি খসড়া বিধিমালা করে আইন মন্ত্রণালয়ে পাঠান। গত ১৬ জুলাই প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে এ সংক্রান্ত গেজেট শিগগিরই প্রস্তুত হবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী। পরে ২৭ জুলাই বিকালে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে খসড়াটি হস্তান্তর করেন আইনমন্ত্রী আনিসুল হক। সেই খসড়া নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেন আপিল বিভাগ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন