মাগুরায় শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টে-২০১৭
শেখ রাসেল ক্রীড়া চক্র ঢাকাকে পরাজিত করে সেমি-ফাইনালে মাগুরা জেলা দল
মাগুরা প্রতিনিধি : মাগুরায় রবিবার বিকালে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের ৩ য় কোয়াটার ফাইনাল খেলায় জয় পেয়েছে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা । তারা টাইব্রেকারে ৪ -১ গোলের ব্যবধানে শেখ রাসেল ক্রীড়া চক্র ঢাকাকে পরাজিত করে সেমি ফাইনালে ঊঠেছে ।
চরম উত্তেজনাপূর্ণ খেলার ১ম আর্ধে ও ২য় আর্ধে কোন দলই গোল করতে সক্ষম হয়নি । নিধারিত সময় শেষে রেফারি ট্রাইব্রেকারে সিদ্ধান্ত নিলে তাতে অসম্বিতি জানায় শেখ রাসেলের কোর্স। তারা রেফারির সিদ্ধান্ত অমান্য করে মাঠ থেকে বের হয়ে যায়। পরে কতৃপক্ষে অনুরোধে মাঠে ফিরে এসে ট্রাইব্রেকারে অংশ নিলে মাগুরা জেলা দলের কাছে ৪-১ হেরে যায়। এর আগের দিনে একই ম্যাচে নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হলে রেফারির ট্রাইব্রেকারের সিদ্ধান্তের বিরোধিতা করে শেখ রাসেল ক্রীড়া চক্রের কোর্স। পরে তারা কতৃপ্রক্ষের অনুরোধে ট্রাইব্রেকারে আসলেও ম্যাচ ড্র হয়। পরে রবিবার পুনোরায় ম্যাচ খেলার সিদ্ধন্ত হয়। খেলায় সেরা খেলোয়াড় মনোনিত হয় মাগুরা জেলা দলের গোলরক্ষক তিতুমির চৌধুরী ।
এ টুর্ণামেন্টে ১৭ টি দল অংশ নিচ্ছে । মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যস্থাপনায় বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় আছাদুজ্জামান ফুটবল একাডেমী এ টুর্ণামেন্টের আয়োজন করেছে । সোমবার শেষ কোয়ার্টার ফাইনাল খেলায় লে: শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড ঢাকা টাঙ্গাইল আরিয়ান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে । প্রত্যেক খেলায় চমৎকার ধারা বিবরণী প্রকাশ করছেন জাতীয় ধারাভাষ্যকর প্রদ্যুৎ কুমার রায় ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন