শেখ রাসেল মিনি স্টেডিয়ামের গ্যালারী ও প্যাভিলিয়নের ভিত্তি প্রস্থর স্থাপন
ময়মনসিংহের গৌরীপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের গ্যালারী ও প্যভিলিয়নের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
২৩ অক্টোবর সোমবার বিকেলে স্টেডিয়ামের এ কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নাজিম উদ্দিন আহমেদ বলেন, মাঠটি নির্মিত হলে আমাদের শিশুরা ও ছেলেরা নিয়মিত খেলাধূলা করতে পারবে। মাঠে খেলাধূলা থাকলে কিশোর, তরুণ ও যুবকরা মাদক, জুয়া থেকে দূরে থাকবে এবং বিপথে যাবে না।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য গোলাম সামদানী খান সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজীব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, জেলা পরিষদের প্রকৌশলী আব্দুর রব, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. হারুন অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পু, পৌরসভার প্যানেল মেয়র-৩ রোজিনা চৌধুরী মিতু, কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মী ও ক্রীড়ামোদী লোকজন। ২০২৩-২৪ অর্থ বছরে জেলা পরিষদের বাস্তবায়নে স্টেডিয়ামটির দুটি গ্যালারী ও প্যাভিলিয়নের কাজ করা হবে। প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৫ লক্ষ টাকা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন