শেখ হাসিনাকে আইনের আওতায় এনে বিচার করা হবে : জাহান্দার আলী

মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেছেন, শেখ হাসিনা নির্লজ্জহীনভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবে জনগণ এটা ভাবতে পারেনি। তিনি আয়না ঘরে রেখে আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। আমাদের এমপি ইলিয়াস আলীকে টুকরো টুকরো করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে। আমরা তাকে ছাড় দিবো না। তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে।

মঙ্গলবার (১৩ আগষ্ট) মাদারীপুর সদরের তালতলা বাজারে ঝাউদি ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, এই ডাইনি তাঁর স্বাক্ষরে ভারতের ৬ লাখ লোক কে চাকরি দিয়েছে। তাই আমার নেতাকর্মীকে বলছি, আমরা মাঠ ছাড়ি নাই, মাঠ ছাড়বো না। আপনাদের সকলকে সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ হওয়ার আহবান করছি।

ঝাউদি ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদ চোকদারের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, সাংগঠনিক সম্পাদক গাউস উর রহমান, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন খান, উপজেলা যুবদলের আহবায়ক নাহিদ খান, সাবেক কৃষকদলের সদস্য সচিব এনামুল হক লালচান মাতুব্বর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ সরদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খবির, সদস্য সচিব মিরাজ তালুকদার, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ বেপারী, ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান জাকির, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান সহ অন্যরা।