শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া সেই রোহিঙ্গা গ্রেফতার
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া রোহিঙ্গাসহ জঙ্গি সন্দেহে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কুয়ালালামপুর থেকে গ্রেফতার করাদের মধ্যে এক রোহিঙ্গা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোশ্যাল মিডিয়ায় হত্যার হুমকি দিয়েছিল।
মঙ্গলবার (৯ জুলাই) কুয়ালালামপুর পুলিশ গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন মিয়ানমার, একজন ভারত আর একজন ফিলিপিনোর নাগরিক।
কুয়ালালামপুর পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে রোহিঙ্গা যুবক আবদুল খালেক। পেশায় নির্মাণ শ্রমিক সে।
এ বিষয়ে দেশটির পুলিশের ইন্সপেক্টর জেনারেল দাতুক সেরি আব্দুল হামিদ এক বিবৃতিতে জানান, গত ২৪ জুন হুমকিদাতা ঐ রোহিঙ্গা যুবক, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সদস্য। এরই সূত্র ধরে, দেশটির বিভিন্ন জায়গা থেকে গত ২৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত এই ৪ জঙ্গিকে আটক করে মালয়েশিয়ার কাউন্টার টেরোরিজম বিভাগ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন