শেখ হাসিনার জন্মদিনে মমতার শুভেচ্ছা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই শুভেচ্ছা জানান তিনি। ইউরোপে ১২ দিনের সরকারি সফর শেষে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাতে কলকাতায় ফেরার কথা তাঁর।
একটি সূত্র জানায়, দুবাইতে কলকাতা ফেরার বিমানের জন্য অপেক্ষা করার সময় শুভেচ্ছা বার্তা পাঠান মমতা। টুইটারে তিনি লেখেন, ‘Heartiest birthday greetings to the Prime Minister of Bangladesh, Sheikh Hasina. I pray for stronger ties between #India and #Bangladesh’ (বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। ভারত-বাংলাদেশ মৈত্রী আরো দৃঢ় হোক, এই কামনা করি।)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন