শেখ হাসিনার ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে ময়মনসিংহের গৌরীপুরে মিছিলে সমাবেশ

ময়মনসিংহের গৌরীপুরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে ময়মনসিংহের গৌরীপুরে মিছিলে ও সমাবেশের আয়োজন করা হয়েছে। রায় ঘোষণার পর সোমবার বিকালে উপজেলা ডৌহাখলা ইউনয়িন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ডৌহাখলা বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে থেকে বক্তার জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা এই রায়কে স্বাগত জানিয়ে দ্রুত রায় কার্যকর দাবি জানাচ্ছি।
এসময় প্রতিবাদ সমাবেশে থেকে বক্তারা গৌরীপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নারী সমাবেশে হামলার বিচার, বিএনপির মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সহ ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ১৪৭ ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিও জানান।
বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য মঞ্জুরুল হক মঞ্জু, আবুল হাসিম, নজরুল ইসলাম, যুবনেতা শরিফুল আলম শরিফ, বুলবুল চৌধুরী, কামরুল চৌধুরী, মঞ্জুরুল, হাফিজ উদ্দিন, খোকন, ওয়ার্ড বিএনপি নেতা মধু, সাইদুল, সোহেল শ্রমিক নেতা কাইয়ুম, প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















