শেখ হাসিনা না এলে ফিরবে ২০০১ এর নির্যাতন : হিন্দুদের কাদের
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/10/76it.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে ২০০১ সালের নির্বাচনের পর যে অবস্থা হয়েছিল তা আবার ফিরে আসবে বলে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ক্ষমতাসীন দলের নেতা বলেন, ‘সরকারের পলিসি যদি এন্টি মাইনোরিটি হয়, কত ভয়াবহ পরিণতি হতে পারে তার প্রমাণ ২০০১ সাল। মাইনোরিটিদের ওপর ২০০১ সালের নির্যাতনের বিভীষিকা আবারও ফিরে আসবে যদি শেখ হাসিনা ক্ষমতায় না থাকে।’
বুধবার রাতে শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) সনাতন সমাজ কল্যাণ সংঘ(সসকস) আয়োজিত মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি-জামায়াত জোট বিজয়ী হওয়ার পর পর দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক আক্রমণের ঘটনা ঘটে। সে সময় সরকার এগুলো ঠেকাতে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ আছে।
বিএনপিকে সম্প্রদায়িক দল আখ্যা দিয়ে কাদের বলেন, ‘এদের হাতে সনাতন ধর্মালম্বীরা অতীতেও নিরাপদ ছিল না, ভবিষ্যতেও থাকবে না।’
‘আমাদেরও কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আওয়ামী লীগ সরকারের সব জায়গায় ভালো লোক এ দাবি আমি করব না; কিছু লোক আছে ক্ষমতাসীন দলে ঢুকে শুধু অপকর্ম করার জন্য। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি।’
যারা সংখ্যালঘুদের সম্পত্তি দখল করতে চায়, তাদের কোন দল নেই মন্তব্য করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘সনাতন ধর্মালম্বীদের জন্য নিরাপদ আবাসস্থল বাংলাদেশ। তারা বাংলাদেশে নিরাপত্তা খুঁজে পায়। যারা হিন্দু সমাজের জায়গা-জমি মন্দির এগুলো দখলের মানসিকতা রাখে… এরা দুর্বৃত্ত।….এর আপনাদের যেমন শত্রু, আমাদেরও শত্রু।’
এসময় তিনি সনাতন ধর্মালম্বীদের নিজের ছোট মনে না করে অন্য সকলের মতই সাধারণ নাগরিক হিসেবে দেখা আহ্বান জানান। মনে করিয়ে দেন, তাদেরও সমান অধিকার রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন