শেখ হাসিনা পালানোর চেয়ে মৃত্যুবরণ করা উচিত ছিল: খোন্দকার মাশুকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান বলেছেন, ৫ই আগষ্ট গণঅভ্যুত্থান ও বিপ্লবের মধ্যে দিয়ে ফ্যাসিষ্ট সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেয়া নৌকায় পাড় হয়ে নৌকাটি ডুবিয়ে দিয়ে পালিয়ে গেছে।
শনিবার (৩১ আগষ্ট) দুপুরে কালকিনির উত্তর রমজানপুর এলাকায় স্থানীয় ইউপি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন বেপারীর বাড়িতে দোয়া মোনাজাত শেষে সুধী সমাবেশে এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার চেয়ে মৃত্যুবরণ করা উচিত ছিল। কারণ উনি নিজে পালিয়ে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের জলে ভাসিয়ে ভারতে উঠেছে। ছাত্রজনতা ও বিএনপির নেতাকর্মীরা দ্বিতীয় বারের মত এ দেশকে স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছে। আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ পাক যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন।
আমরা শপথ করেছি দেশের জনসাধারণকে সাথে নিয়ে বিএনপি সহনশীল মানবিক রাজনীতি করবে। বিএনপি আর প্রতিহিংসার রাজনীতি করবে না।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি এবিএম মাহমুদ সরদার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মিজানুর রহমান বেপারী, সাবেক সদস্য সচিব এ্যাডভোকেট মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো.নাসির উদ্দিন ফকির লিটন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিএম নাসির উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক সালাউদ্দিন হাওলাদার, জেলা যুবদলের সহ-সভাপতি কামাল সরদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা দুলাল, উপজেলা শ্রমিকদলের সভাপতি জুলহাস সরদার, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইকরামুল ইসলাম লিটন, উপজেলা যুবদল নেতা আলী আজগর, পৌর যুবদলের নেতা মো.শাহিন মৃধা, উপজেলা ছাত্রদল নেতা খোন্দকার মুবিন, উপজেলা ছাত্রদল নেতা রকি, ছাত্রনেতা তুষার আহমেদসহ অন্যরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন