শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন: সমন্বয়ক মাহিন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাত ও ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্র-জনতা যেভাবে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন সেভাবে আগামীতেও ঐক্যবদ্ধ থাকবেন। এ ঐক্যবদ্ধতা বাংলাদেশ বিনির্মাণে খুব বেশি প্রয়োজন।
এসময় কেন্দ্রীয় সমন্বয়ক কুররাতুল আইন কানিজ, ইফতেকার আলম আসাদ, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন