শেখ হাসিনা শতভাগ শিক্ষা নিশ্চিতে বিনামূল্যে বই ও উপবৃত্তি দিচ্ছেন : মেয়র রেজা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/পি-৩-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ বেলকুচিতে আলহাজ্ব সিদ্দিক উচ্চবিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে।
রবিবার (১লা জানুয়ারী) সকালে নতুন বছরের শুরুতেই স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চবিদ্যালয়ে বই উৎসবে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়।
প্রধান শিক্ষক মেহেদী মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেলকুচি পৌর মেয়র ও আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি সাজ্জাদুল হক রেজা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের শিশুরা আগামীর দেশের ভবিষ্যৎ, তোমরা পড়াশোনা করে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে, তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে বই, উপবৃত্তি দিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্যবই উপবৃত্তিসহ নানা সুবিধা ভোগ করছে বলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যগণসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগণ প্রমূখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন