শেরপুরের উন্নয়ন কর্মকান্ডের জন্য আন্দোলনে যাচ্ছে শেরপুর প্রেসক্লাব

শেরপুর জেলার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের জন্য আন্দোলনে যাচ্ছে শেরপুর প্রেসক্লাব।

সম্ভাবনাময় অঞ্চল হলেও, উন্নয়ন সূচকে পিছিয়ে পড়ে আছে শেরপুর জেলা। গেল ১৭ বছর রাজনৈতিকভাবে শুধু আশ্বাসের মধ্যেই জেলাবাসি অপেক্ষা করেছে।

শেরপুর জেলা সদর হয়ে রেললাইন, মেডিকেল কলেজ ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়সহ জেলার কাঙ্খিত উন্নয়ন হয়নি। নতুন সরকারের কাছে জেলার এসব উন্নয়নে দাবী আদায়ের বিভিন্ন পেশাজীবি, সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় করেছে শেরপুর প্রেসক্লাব।

শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে (২৯ এপ্রিল) রাতে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী আওয়াল চৌধুরী, সমাজ সেবক ও ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর মডেল কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদ হাসান বাদলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

সভায় রেললাইন, মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ জেলার উন্নয়নের জন্য দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন, স্মারকলিপি প্রদান, অবস্থান কর্মসূচিসহ যেকোনো কঠিন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।