শেরপুরের ঝগড়াচর-পেচারচরে হারিয়ে যাওয়া গরুর মই দৌড় খেলা অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগরাচর ও জামালপুরের ইসলামপুর পেচার চরের গ্রামবাসীর আয়োজনে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গরুর মই দৌড়ের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) বিকালে পেচার এলাকার ডাক্তার বাড়ি মসজিদের মাঠে গ্রামবাসীদের আয়োজনে অনুষ্ঠিত হয় এই মই দৌড় প্রতিযোগিতা।

গ্রীষ্মের পড়ন্ত বিকালে মই দৌড় প্রতিযোগিতা দেখতে দূরদূরান্ত থেকে নানা বয়সের মানুষ ছুটে আসেন মই খেলার মাঠে।
প্রায় হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী মই দৌড় খেলাকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে এই খেলা সম্পর্কে ধারণা দিতেই মূলত আয়োজন করা হয় ঐতিহ্যবাহী মই দৌড় প্রতিযোগিতার।

প্রতিযোগিতায় প্রথম দিনে ৪টি দল অংশ নেয়, ঝগড়াচরের তকদিরের মইয়ের দল, চন্দনপুরের হাবুর মইয়ের দল, পেচার চরের বাত্তির মইয়ের দল, চিনারচরের আরও একটি দল।

খেলা দেখতে আসা দর্শকরা জানান, এই মই দৌড় খেলা সম্পর্কে বাবা-দাদার কাছ থেকে শুধু গল্প শুনেছি। আগে কখনোই দেখিনি। আমার জীবনের প্রথম এ খেলা দেখলাম। খেলা সম্পর্কে তেমন ধারণাও ছিল না। খেলা দেখলাম খুবই ভালো লাগল।