শেরপুরের নালিতাবাড়ি সীমান্তে ডিবি পুলিশের অভিযানে বিদেশী মদসহ যুবক গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৫০ বোতল মদ সহ বিনোদন কোচ (১৯) নামের এক মাদক কারবারি যুবক গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত বিনোদন কোচ (১৯) সীমান্ত জনপদের পশ্চিম সমশ্চুড়া গ্রামের অনিল কোচের ছেলে।

শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে ডিবির নবাগত ওসি নাইম মোহাম্মদ নাহিদ হাসানের তত্ত্বাবধানে ডিবির সেকেন্ড অফিসার এস আই শফিকুর রহমান সজীবের নেতৃত্বে এএসআই সুরহাব আলী, এএসআই আরিফুল ইসলাম, এএসআই সোহেল রানা সঙ্গীয় ডিবি পুলিশের একটি অভিযানির দল গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী মধুটিলা ইকোপার্ক গুচ্ছগ্রামের পূর্ব দিকে হাজির খুল সংলগ্ন সমশ্চুড়া বাজার হইতে বারোমারী মিশন গামি সরকারী পাকা রাস্তা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ সহ বিনোদন কোচ কে গ্রেপ্তার করে।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির উপ পুলিশ পরিদর্শক মো শফিকুর রহমান সজিব জানায়, দীর্ঘদিন থেকেই বিনোদন কোচ সহ স্থানীয় একটি চক্র অত্র সীমান্ত এলাকায় মাদক বেচাকেনা করে আসছিল। আর এ মাদক ব্যবসায়ী চক্রটি আমাদের নজরদারিতে ছিল।

বিনোদন কোচ সীমান্ত জনপদের শীর্ষ একজন মাদক ব্যবসায়ী। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত ৫০ বোতল মদের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।

শেরপুর জেলা ডিবি নবাগত অফিসার ইনচার্জ ওসি নাইম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, বিনোদন কোচ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী গ্রাম গুলোতে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মাদক আইন একটি মামলা দায়ের করেছেন।

ধৃত বিনোদন কোচ কে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।মাদক ব্যবসায়ীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের কোন ছাড় দেয়া হবে না।