শেরপুরের শ্রীবরদীতে ওরিয়েন্ট এডমিশন কোচিং-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদীতে ওরিয়েন্ট এডমিশন কোচিং সেন্টারের উদ্যোগে এক মহতী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় শ্রীবরদী সরকারি কলেজ হল রুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে ওরিয়েন্ট এডমিশন কোচিং সেন্টারের শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ দুই শতাধিক লোক অংশ নেন। অনুষ্ঠানে রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাসুদুজ্জামান মাসুদ।
শ্রীবরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদ এর সভাপতিত্বে প্রিয় অতিথি ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক রেজুয়ান হক, বিশেষ অতিথি ছিলেন বকশিগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাদ্দাম হোসাইন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও সমাজসেবকরা।
ওরিয়েন্ট এডমিশন কোচিং সেন্টারের পরিচালক মো. মুসলিম আকন্দ বলেন, “আমাদের এই আয়োজন মূলত ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং রমজানের শিক্ষাকে নিজেদের জীবনে ধারণ করার প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন