শেরপুরের শ্রীবরদীতে ওরিয়েন্ট এডমিশন কোচিং-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদীতে ওরিয়েন্ট এডমিশন কোচিং সেন্টারের উদ্যোগে এক মহতী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় শ্রীবরদী সরকারি কলেজ হল রুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে ওরিয়েন্ট এডমিশন কোচিং সেন্টারের শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ দুই শতাধিক লোক অংশ নেন। অনুষ্ঠানে রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাসুদুজ্জামান মাসুদ।

শ্রীবরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদ এর সভাপতিত্বে প্রিয় অতিথি ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক রেজুয়ান হক, বিশেষ অতিথি ছিলেন বকশিগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাদ্দাম হোসাইন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও সমাজসেবকরা।

ওরিয়েন্ট এডমিশন কোচিং সেন্টারের পরিচালক মো. মুসলিম আকন্দ বলেন, “আমাদের এই আয়োজন মূলত ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং রমজানের শিক্ষাকে নিজেদের জীবনে ধারণ করার প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।