শেরপুরের শ্রীবরদীতে বানিবাইদ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলার স্বনামধন্য স্কুল বানিবাইদ আব্দুল্লাহ আল-মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ, সিনিয়র শিক্ষক মোঃ ইজ্জত আলীর অবসরজনিত বিদায় ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দুআ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বানিবাইদ আব্দুল্লাহ আল-মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মোঃ রুহুল আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোশারফ হোসেন, শ্রীবরদী পৌর বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক চৌধুরী (অকুল), সাবেক সভাপতি হেদায়েতুল ইসলাম (মিঠু), বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতির সহধর্মিণী মিসেস মিনুয়ারা বেগম।
গণিত বিষয়ের সহকারী শিক্ষক মীর নুর ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী সিনিয়র শিক্ষক মো. ইজ্জত আলী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুল আলম দুলাল ও বিদায়ী শিক্ষার্থীরা। বক্তব্য শেষে ধর্মীয় শিক্ষক মোঃ আবু সাঈদ এর পরিচালনায় দুআ অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সহকারী শিক্ষক, বর্তমান শিক্ষার্থী, বিদায়ী শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন