শেরপুরের শ্রীবরদীতে বালুঘাট ফুটন্ত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার সদর ইউনিয়নের ‘বালুঘাট ফুটন্ত স্পোর্টিং ক্লাব’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাব।
শনিবার (৪ই জানুয়ারি) বিকালে বালুঘাট ফুটন্ত স্পোর্টিং ক্লাবের অস্থায়ী কার্যালয়ের পাশে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় ২০০ জন শীতার্ত মানুষকে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাজিন সোবহান। ক্লাবের সভাপতি আলমগীর হাসান লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র ক্লাবের সিনিয়র সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন বালুঘাট ফুটন্ত স্পোর্টিং ক্লাবের দপ্তর সম্পাদক রিফাত মিয়া, সহ-সভাপতি সোহেল, প্রচার সম্পাদক ইব্রাহিম, সিনিয়র সদস্য সজিব, আব্দুল্লাহ প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন