শেরপুরের শ্রীবরদীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ছাই ৫ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি

শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেছে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান। সোমবার (৩০ জুন) ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৩ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স মুরাদ স্টোর, মেসার্স অনু এন্টারপ্রাইজ ও শিহাব স্টোর। দোকান ও গোডাউনে মজুত থাকা চাল, ডাল, তেল, কসমেটিকস, ভূষি ও নানা খাদ্যপণ্যসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের খবর পেয়ে শ্রীবরদী ও জামালপুরের বকশিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত মুরাদ স্টোরের মালিক মো. মুরাদুজ্জামান বলেন, “আমার একটি মুদি দোকান ও দুটি গোডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।”
মেসার্স অনু এন্টারপ্রাইজের মালিক চৈতন্য মোদক বলেন, “ভোরে খবর পাই দোকানে আগুন লেগেছে। আমার একমাত্র ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ৮০-৯০ লাখ টাকা। এখন পথে বসে গেলাম।”
শিহাব স্টোরের মালিক মনিরুজ্জামান বলেন, “দোকানের সব মালামাল পুড়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় ৪০-৫০ লাখ টাকার মতো।”
ব্যবসায়ীরা সরকারের জরুরি সহযোগিতা কামনা করেছেন।
শ্রীবরদী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফ হোসেন বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। শ্রীবরদী ও বকশিগঞ্জের তিনটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি। ক্ষতিগ্রস্তদের ক্ষতি অনেক বেশি।”

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন