শেরপুরের শ্রীবরদীতে রাস্তার খুড়া-খন্ড মেরামত করলেন ইউপি সদস্য প্রার্থী আবেদ আলী

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ৬নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নবীনগর গ্রামের ব্রীজের পাশে খুড়া খন্ড রাস্তা মেরামত করলেন ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবেদ আলী।

২৫শে এপ্রিল (রবিবার) স্থানীয় কয়েক জন শ্রমিক নিয়ে নিজস্ব উদ্যোগে নিজের অর্থায়নে বেশ কিছু খুড়া খন্ড জায়গায় মাটি দিয়ে মেরামত করেন তিনি।

স্থানীয়রা জানান, আমরা সদর ইউনিয়নে বসবাস করি ঠিকই, কিন্তু সদরের কোনো কদর নাই। আমাদের সদর ইউনিয়নের অধিকাংশ রাস্তায় কাচা। আমরা যাতায়াতে সব সময় ভোগান্তিতে। আমরা ভোট দিয়ে প্রতিনিধি বানায় কিন্তু নির্বাচনের পর তাদের আর দেখাই মেলে না।
তারা আরও জানান, আংগর আস্তাটা মেঘ বৃষ্টির দিনে প্যাক-কাদায় ভইরি যায়। হাইটি যাইতে পাইনে। চৈত্র-বৈশাখ মাসে আবার অনেক বালু।সব মিলিয়ে আংগর চলাচল করতে খুব কষ্ট হয়। আজ যতখানিই ঠিক করে দিয়েছে এইখানি দিয়ে তাও গাড়ি চলাচলে সমস্যা হবে না।

উল্লেখ্য যে, যেখানে মেরামত করা হলো সেখান গত কয়েকদিন আগে ব্যাটারি চালিত অটো ভ্যান উল্টে চালক আহত হন। এছাড়াও মাঝেমধ্যেই সেখানে দূর্ঘটনা ঘটে থাকে।

এ ব্যাপারে মেম্বার প্রার্থী আবেদ আলী জানান, আমি গত কয়েকদিন থেকেই লক্ষ করতেছি এই ব্রীজ পারের দুই পাশেই খুব ঝুকিপূর্ণ। কয়েকদিন আগেও একটা গাড়ি উল্টে গিয়েছিলো, এবং কি চালকটিও আহত হয়েছিলো। তাই এলাকা মানুষের যাতায়াতে সুবিধার কথা চিন্তা করে আমি এই উদ্যোগ নিয়েছি।