শেরপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


নারীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে শেরপুরে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমুলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে (১৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুল রহমান। সভার সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ রাজীব উল আহসান।
এসময় প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সমাজসেবার উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, যুবউন্নয়নের উপপরিচালক নুরুজ্জামান চৌধুরী, মহিলা অধিদপ্তরের উপপরিচালক লুৎফর রহমান, গ্রাম আদালতের প্রজেক্ট কো অর্ডিনেটর মারুফ আহম্মেদ, গ্রামআদালত প্রকল্পের জেলা মেনেজার মোঃ গোলাম রব্বানী, শেরপুরের পাঁচ উপজেলার নির্বাহী অফিসার ও পাঁচ উপজেলার গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো অর্ডিনেটররা উপস্থিত ছিলেন।
এই প্রকল্পের মাধ্যমে গ্রাম আদালতের সুবিধাসমূহ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে গ্রামীণ জনগণের জন্য ন্যায়বিচার সহজতর করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের অধীনে এ প্রকল্প বাস্তবায়ন করছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন