শেরপুরে জোরপূর্বক জমি ও দোকানপাট দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
শেরপুর সদরের গাজীরখামার বাজারে স্বত্ত্বদখলীয় জমি ও দোকানপাট জোরপূর্বক দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
(২৭ অক্টোবর) সোমবার দুপুরে সদর উপজেলার গাজীর খামার বাজারস্থ সৃজন পাবলিক স্কুলে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে আনিসুর রহমান মিন্টু। লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, আমি নিম্নস্বাক্ষরকারী মোঃ আনিসুর রহমান মিন্টু (৬২), পিতা: রেকায়েত উল্যাহ, মাতা: মোছাঃ আকলিমা বেগম, ঠিকানা: গ্রাম-গাজীরখামার কান্দাপাড়া, সরকারবাড়ী, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর।
শেরপুর সদর থানার অন্তর্গত গাজীরখামার মৌজাধীন সিএস-৪৭২ নং খতিয়ানে সিএস/আরওআর-২২৬৫ নং দাগের ২.৩০ একরের কাতে উত্তরাংশে ০.৪৬ একর জমি আমার দাদা রহমতউল্লাহ সরকার ক্রয়সূত্রে মালিক। আমরা ওয়ারিশসূত্রে উক্ত জমির মালিক এবং ভোগদখল করে আসছি।
বিবাদী সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের বরাটিয়া পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হাজির ছেলে মোঃ মোবারক আলী মোগা, মোঃ লাল মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ মন্ডল মিয়া ও মোঃ মনির ওই জমিজমা ভূয়া কাগজমূলে নিজেদের বলে দাবি করে প্রায়সময়ই আমাদের প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে আসছে।
এমনকি উক্ত জমিতে থাকা দোকানপাটের ভাড়াটিয়াদের দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ করবে বলেও হুমকি দিচ্ছে।
এর মধ্যে আমরা কাজের শ্রমিক দ্বারা উক্ত দোকান ঘরের সংস্কার কাজ করাকালে গত ২৩ অক্টোবর বিকাল আনুমানিক ৪ টার পিকে বিবাদীগণ উক্ত সংস্কার কাজে বাধা প্রদান করে। তখন আমরা প্রতিবাদ করলে বিবাদীগণ আমিসহ আমাদের ওয়ারিশগণকে মারপিট করতে উদ্যত হয়।
ইতিমধ্যে আশেপাশের লোকজন ও সাক্ষী মোঃ সাদ্দাম মিয়া, মোঃ আঃ মমিন ও মোঃ কান্দু মিয়া সেখানে উপস্থিত হলে বিবাদীগণ আমাদের হুমকি দিয়া যায় যে, পুনরায় উক্ত দোকান ঘরের নির্মাণ কাজ করার চেষ্টা করলে আমাদেরসহ আমার দোকানের ভাড়াটিয়াদেরকে খুন করে ফেলবে এবং দোকান ঘর ছেড়ে না গেলে দোকানে থাকা মালামাল লুটপাট করবে।
বিবাদীগণের উক্তরূপ আচার আচরণ ও হুমকিতে আমিসহ আমাদের দোকানের ভাড়াটিয়াগণ ও পরিবার-পরিজন জান-মালের চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
ওই ঘটনায় ইতিমধ্যে শেরপুর সদর থানায় গত ২৪ অক্টোবর একটি সাধারণ ডায়েরী করেছি। যার নং-১৪৫৫। এছাড়া ঘটনাটির বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে বিবাদী পক্ষের লাল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা ক্রয় সূত্রে জমির মালিক। এ বিষয়ে পরবর্তীতে কাগজপত্র সহ বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




