শেরপুরে ট্রাকচাপায় দুই নারীসহ নিহত ৩

শেরপুরের নকলায় ট্রাকচাপায় দুই নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন। মঙ্গলবার (৭ মে) রাতে উপজেলার গড়ে পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নালিতাবাড়ী থানার পোড়াগাঁও গ্রামের সৈয়দ রহমানের স্ত্রী জবেদা বেগম (৭৫), গড়েরগাঁও এলাকার কফিল উদ্দিনের স্ত্রী আবেদা খাতুন (৫০) ও ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা গ্রামের সৈয়দ রহমানের ছেলে রাজা মিয়া (৫৫)।

জানা গেছে, রাজা মিয়া, জবেদা বেগম, আবেদা বেগমসহ পাঁচজন ফুলপুর এলাকায় এক আত্মীয়ের জানাজা শেষে অটোরিকশায় নালিতাবাড়ী যাচ্ছিলেন। এসময় শেরপুর-ঢাকা মহাসড়কে পাইস্কা বাইপাস রোডের গড়েরগাঁও এলাকায় এলে নালিতাবাড়ী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাজা মিয়া ও জবেদা বেগম নিহত হন। আহত হন তিনজন। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরমধ্যে আবেদা বেগমের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।