শেরপুরে মাথা জোড়া লাগা যমজ শিশুর জন্ম
বুলবুল আহম্মেদ, শেরপুর থেকে : শেরপুরের একটি নার্সিং হোমে মাথা জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয়েছে। ৭ জুলাই, শনিবার শেরপুর শহরের মাধবপুরে ফ্যামেলি নার্সিং হোমে সিজারের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়।
পৌর শহরের চাপাতলী এলাকার রিকশাচালক রুবেল মিয়ার স্ত্রী রেহেনা বেগম (২১) মাথা জোড়া লাগা ওই যমজ কন্যা শিশুদের জন্ম দেন।
ফ্যামিলি নার্সিং হোমের স্বত্বাধিকারী ডাক্তার এম এ বারেক তোতা বলেন, ‘এটা ব্যতিক্রমধর্মী একটা অপারেশন। দুটো বাচ্চার মাথা একসঙ্গে জোড়া লাগা। এটা জটিল একটা অবস্থা। প্রসূতি মা সুস্থ হয়ে উঠলেই উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হবে।
ফ্যামেলি নার্সিং হোমের পরিচালক ডা. বুশরা আমেনা বলেন, ‘ওই জময শিশুদের মায়ের শারীরিক অবস্থা ভালো নয়। দরিদ্র পরিবার তাই এ মুহূর্তে তারা উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে পারছে না। মা সুস্থ হলেই তাদের ঢাকায় পাঠানো হবে।
শিশুটির বাবা ও স্বজনরা জানান,শিশুটিকে জরুরি ভিত্তিতে চিকিৎসা করানো ধরকার,তবে চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন এমতাবস্থায় আমাদের কাছে এত টাকা তাদের পিছনে বহন করা খুবই কষ্টকর হবে বলে জানান,স্বজনরা আরো বলেন,সরকারের সহযোগিতা পেলে তারা জময শিশুটির চিকিৎসা করাতে পারবে বলে জানিয়েছেন। (ভিডিও : সময় টিভির সৌজন্যে)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন