শেরপুরে মোটরসাইকেল স্লিপ করে ট্রাকের নিচে: পল্লী বিদ্যুতের মিটার রিডার নিহত

শেরপুর সদর উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় হুমায়ুন কবির নামে পল্লী বিদ্যুতের এক মিটার রিডার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হুমায়ুনের এক সহকর্মী।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে শেরপুর শহরের গৌরীপুরের নতুন বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবিরের বাড়ি পার্শ্ববর্তী জামালপুর জেলার নান্দিনা রনামপুরে। তিনি শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক মিটার রিডার হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, হুমায়ুন কবির ও তার এক সহকর্মী দুপুরে শহরের গৌরীপুরের নতুন বাস টার্মিনাল এলাকায় এলে মোটরসাইকেল স্লিপ খেয়ে রাস্তার ওপর পড়ে যায়। ওই সময় একটি ট্রাক এসে চাপা দিলে ঘটনাস্থলেই হুমায়ুন কবিরের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন তার সহকর্মী। আহত ওই ব্যক্তিকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক বলেন, খবর পাওয়ার পরে পুলিশ লাশ উদ্ধার করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।