শেরপুরে ‘রূপসী শেরপুর’-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে শেরপুর শহরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী শেরপুর’। এ উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) সকালে শহরের ঐতিহ্যবাহী জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রুবেল মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস-এর সভাপতি এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব এলাহী।
বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, “প্রতিটি নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং তা পরিচর্যার মাধ্যমে বড় করে তোলা।”
অনুষ্ঠান শেষে শেরপুর শহরের বিভিন্ন মহল্লার হতদরিদ্র, দিনমজুর ও সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এতে শুধু পরিবেশ নয়, সামাজিক দায়বদ্ধতারও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ‘রূপসী শেরপুর’।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু, সহ-সভাপতি মো. আবু সাঈদ (সুজন), দপ্তর সম্পাদক মো. আব্দুল আলিম, প্রচার সম্পাদক মো. মোজাম্মেল হক, সদস্য হুমায়ুন কবির প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম (জাদিদ)। তিনি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সমাজ সচেতনতামূলক কার্যক্রমের দিকনির্দেশনা তুলে ধরেন।
উপস্থিত সকলে “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই শ্লোগানকে সামনে রেখে একটি সবুজ ও সচেতন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন