শেরপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে শিল্প ও বাণিজ্য মেলা
শেরপুর শহিদ দারোগ আলী পৌর পার্কে জমে উঠেছে শিল্প ও বাণিজ্য মেলা। প্রতিবছরের মতো শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে গত ২৮ এপ্রিল এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই জমতে শুরু করে মেলা। প্রতিদিনই শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের নারী-পুরুষ এ মেলায় ভিড় করছেন।
মাসব্যাপী এ মেলায় বিভিন্ন পণ্যের ৮০টি স্টলের মধ্যে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন স্টল, দেশীয় প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানির প্যাভেলিয়ন, সাধারণ স্টল, শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডস, দেশীয় বিভিন্ন ধরনের পিঠা, আচারসহ মুখরোচক খাবারের দোকান স্থাপন করা হয়েছে। মেলায় প্রধান আকর্ষণ হিসেবে এ বছর আসে সার্কাস।ভুতের বাড়ি, ডিজিটাল নাগরদোলা, ইলেট্রিক নৌকা, ডিজিটাল ট্রেনসহ বিভিন্ন রাইডস মন কাড়ছে শিশুদের।
মেলার দর্শনার্থীরা জানান, শেরপুর জেলায় এই মেলা দেখতে অনেক দূরদূরান্ত থেকে ছুটে আসে মানুষ। শুক্রবার ছুটির দিন হওয়ায় দর্শনার্থীদের ভিড় বেড়ে যায়।
দোকানীরা জানান, মেলায় বেচাকেনা করতে ব্যস্ত সময় পার করছেন তারা। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এসেও দোকান বসিয়েছেন অনেক ব্যবসায়ীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন