শেরপুরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ব্যবস্থাপনায় শেরপুর জেলা রোভারের আয়োজনে ৩৮৬ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কোর্স অনুষ্ঠিত হয়।
কোর্স লিডার শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভারের সভাপতি তরফদার মাহমুদুর রহমান।
কোর্স পরিচালনা করেন অধ্যক্ষ শরিফুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন কলেজ। অন্যান্য প্রশিক্ষক হিসেবে ছিলেন অধ্যক্ষ জিয়াউল হক, প্রফেসর লুৎফর রহমান, প্রফেসর শামসুজ্জামান, শেরপুর জেলা সম্পাদক মজিবুর রহমান, অতিথি প্রশিক্ষক মোঃ সাইফুল ইসলাম, ময়মনসিংহ জেলা রোভার।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ জ ম রেজাউল করিম খান, কমিশনার শেরপুর জেলা রোভার। সাপোর্ট স্টাফ হিসেবে ছিলেন নোমান মিয়া, মিম শেরপুর জেলা রোভার প্রতিনিধি, আইসিটির সাপোর্টে ছিলেন রোভার সামি।
কোর্সে জেলা প্রশাসনে নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ সহ শেরপুর জেলা ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। কোর্স শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন