শেরপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের দিন গত ৫ আগস্ট শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ছম আলী (৬৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। তিনি একটি হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
বুধবার রাতে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বাকাকুড়া এলাকায় অভিযান চালিয়ে ছম আলীকে গ্রেফতার করে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের টিম। তিনি শেরপুর জেলার সদর উপজেলার বড়ইতলা এলাকার শরবেশ আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে স্থাপনার ক্ষয়ক্ষতি করে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ জন হাজতি ও কয়েদিকে পালাতে সহায়তা করে।
এরপর থেকে জেল পলাতক আসামিদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত ছম আলীকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-১ মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত ছম আলীকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন