শেরপুরে হাসপাতালের বারান্দায় সন্তানের নিথর দেহ! মুমূর্ষ বাবা-মা ভর্তি অন্য হাসপাতালে

সন্তানের নিথর দেহ পড়ে আছে শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের বারান্দায়। সেই সন্তানের মুমূর্ষু বাবা-মা কে নেওয়া হয়েছে ৫০ কিলোমিটার দূরের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। ৭ জুলাই সোমবার (৭ জুলাই) সকাল ১১টায় বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে এমনই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে শেরপুরের নকলা উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে। আহতরা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার প্রসেনজিৎ ও তার স্ত্রী তন্দ্রা। এসময় তাদের একমাত্র ৭ মাসের ছেলে সুভ্র মারা যায়।
এঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতরা হলেন, সিএনজি চালক বাবলা মিয়া (৪০), নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের ইমরান হোসেন (৩৫) ও পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাসিন্দা সেতু আহমেদ (২০)।
এ ব্যাপারে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: মালিহা নুজাত বলেন, বর্তমানে শিশু সন্তানটির লাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বাকিদের মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দূর্ঘটনার শিকার বাস ও সিএনজি আটক করেছে। এ ব্যাপারে নকলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন