শেরপুরে ৪ দিনব্যাপী রোভার মেট কোর্স অনুষ্ঠিত

বাংলাদেশ রোভার অঞ্চলের অর্থায়নে এবং শেরপুর জেলা রোভার স্কাউটের আয়োজনে ১৪ থেকে ১৭ মে ২০২৫ পর্যন্ত শেরপুর সরকারি মহিলা কলেজে “কোর্স ফর রোভার মেট” অনুষ্ঠিত হয়। কোর্সে শেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার স্কাউট ইউনিট এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ইউনিটের রোভার ও গার্ল-ইন-রোভারসহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মোহাম্মদ রাজিব উল আহসান। কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন তালুকদার (এএলটি), সরকারি ইব্রাহিম খাঁ কলেজ, ভূয়াপুর, টাঙ্গাইল। সদস্য সচিব ছিলেন মোহাম্মদ মজিবুর রহমান, সম্পাদক, শেরপুর জেলা রোভার স্কাউট। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান, কমিশনার, শেরপুর জেলা রোভার।
কোর্স চলাকালে আয়োজিত ক্যাম্পফায়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রেজুয়ান, ময়মনসিংহ বিভাগীয় রোভার প্রতিনিধি প্রফেসর শামসুজ্জামান, জেলা রোভার কমিশনার আজিজ আহমেদ সাদেক রেজা, জেলা সম্পাদক মো. সাইফুল ইসলাম, অধ্যক্ষ (অব:) শাহ মোঃ জিয়াউল হক, আফজাল। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মো. শফিউল আলম চাঁন, সহ-সভাপতি শেরপুর জেলা রোভার স্কাউট।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় শেরপুর জেলা স্কাউটের সহকারী কমিশনার (অর্থ) ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারোয়ার জাহান তপন আঞ্চলিক ফোক গান পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। পাশাপাশি অংশগ্রহণকারী রোভার ও গার্ল-ইন-রোভাররা তাদের নানান উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
চারদিনব্যাপী এই কোর্সে রোভারদের নেতৃত্ব, টিমওয়ার্ক ও স্কাউটিং নৈতিকতা বিষয়ে নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণের মাধ্যমে কোর্সের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন