শেরপুর কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপকের বদলিজনিত বিদায় সংবর্ধনা

শেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মনিরা পারভীনের বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) কলেজ মিলনায়তনে শিক্ষক পরিষদের আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর শাহ্ কামাল উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন।

বক্তব্যে অতিথিবৃন্দ মনিরা পারভীনের পেশাগত দক্ষতা, আন্তরিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করেন। তাঁরা বলেন, “তিনি একজন সৎ, মেধাবী ও দায়িত্বশীল শিক্ষক ছিলেন, যিনি ইংরেজি শিক্ষায় শিক্ষার্থীদের মাঝে আলো ছড়িয়েছেন।”

বিদায়ী বক্তব্যে মনিরা পারভীন বলেন, “শেরপুর সরকারি কলেজে আমার দীর্ঘ কর্মজীবনের অনেক স্মৃতি রয়েছে। এই বিদায় আমার জন্য কষ্টদায়ক হলেও নতুন কর্মস্থলে আরও দায়িত্বশীলভাবে কাজ করার প্রত্যয় নিয়েই যাচ্ছি।”

অনুষ্ঠান শেষে তাকে কলেজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মনিরা পারভীন এর পরবর্তী কর্মস্থল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ উত্তরা, ঢাকা।