শেরপুর জেলা ছাত্র কল্যাণ সংসদ বশেমুরবিপ্রবি’র সভাপতি রফিকুল, সম্পাদক সোহেল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “শেরপুর জেলা ছাত্র কল্যাণ সংসদের” ২০২২-২৩ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার ( ৩১ মার্চ ) শেরপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির এই কমিটি ঘোষণা করা হয়। এতে বাংলা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত রফিকুল ইসলামকে সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে বিগত কমিটির সভাপতি রাশেদুল হাসান রাশেদ কে প্রধান উপদেষ্টা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি: আব্দুস সাত্তার শান্ত (বাংলা), মুতাসিম বিল্লা নিলয় (সমাজবিজ্ঞান); যুগ্ম সাধারণ সম্পাদক : উৎস (সিএসই), মোজাম্মেল (এএসভিএম), সিব্বির (রাষ্ট্রবিজ্ঞান) ; সাংগঠনিক সম্পাদক: রাজেশ হোসাইন শিথিল (কৃষি) ; সহ-সাংগঠনিক সম্পাদক: মাহমুদুল (কৃষি), মিনহজ (আইন), সোহেল (বোটানি), জসিম (রাষ্ট্রবিজ্ঞান), আল-আমিন (বোটানি), রাজু (বোটানি) ; অর্থ বিষয়ক সম্পাদক : রিফাত আহমেদ (গনিত), সহ অর্থ বিষয়ক সম্পাদক : সাইম মিয়া (বিএমবি), প্রচার সম্পাদক : জিহান আহমেদ (রাষ্ট্রবিজ্ঞান) , সহ প্রচার সম্পাদক : জুয়েল রানা (ইতিহাস); দপ্তর সম্পাদক – লুৎফুল আল নোমান (ইইই), উপ দপ্তর সম্পাদক – শামীম (এফএমবি); ধর্ম বিষয়ক সম্পাদক – নূর হোসেন নুসু (অর্থনীতি) ; সংস্কৃতি বিষয়ক সম্পাদক – শবনম (এএসভিএম), আখি (সাইকোলজি), মাজহারুল (রসায়ন); সাহিত্য বিষয়ক সম্পাদক – মাফুফ (ইইই), ছাত্রী বিষয়ক সম্পাদক – শারমিন (এএসভিএম), ক্রিড়া বিষয়ক সম্পাদক – সানজিদুল হাসান সানি (আইন), কার্যকরী সদস্য – সবুজ আহমেদ (এএসভিএম), কাবিরুল আল কমন (লোকপ্রশাসন) , শাওন (এএসভিএম), ভাবনা, সাদমান, মোনা, সৌমিক, কাউসার, নাকিব।