শেরপুর জেলা রোভারের গজনী এলাকায় প্রকৃতি পর্যবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় গজনী অবকাশ এলাকায় প্রকৃতি পর্যবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেছেন শেরপুর জেলা রোভার। শনিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী গজনীর আশেপাশে ফেলে দেওয়া পলিথিন, প্লাস্টিক ও পরিত্যক্ত কাগজ এক জায়গায় জড়ো করে নির্দিষ্ট জায়গায় রাখে। পরে ৯০ জন রোভার সদস্য প্রকৃতি পর্যবেক্ষণে বের হয়।

এসময় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা প্রশাসনের প্রতিনিধি মোঃ আশিকুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও শিক্ষকদের মধ্যে ছিলেন, অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, সরকারি আদর্শ কলেজ, ঝিনাইগাতী, আ জ ম রেজাউল করিম খান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শেরপুর সরকারি মহিলা কলেজ, অধ্যক্ষ কে এম ফারুক, হালিমা আহসান ইনস্টিটিউট, ভায়াডাঙ্গা শ্রীবরদী।

শেরপুর ও এডহক কমিটির সদস্য শেরপুর জেলা রোভার, তপন সারোয়ার সহকারি অধ্যাপক, মডেল গার্লস ডিগ্রি কলেজ, শেরপুর। মোহাম্মদ মজিবুর রহমান, সম্পাদক(সদ্য সাবেক), শেরপুর জেলা রোভার, মনসুর, আর এস এল,ডাক্তার সেকান্দর আলী কলেজ শেরপুর, শফিউল্লাহ বকুল, (আরএসএল) শফিউদ্দিন কলেজ ঝিনাইগাতি শেরপুর, মিনহাজ উদ্দিন, ইয়াং লিডার এডহক কমিটি, শেরপুর জেলা রোভার,আফজাল, ময়মনসিংহ বিভাগীয় রোভার প্রতিনিধি। শেরপুর জেলা রোভার এর সদস্য ও গার্ল ইন গাইডরা উপস্থিত ছিলেন।