শেরপুর সরকারি কলেজে ঈদে মিল্লাদুন্নবী (সা.) উদযাপন

শেরপুর সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিল্লাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৪ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পতাকা উত্তোলন, দোয়া ও মিলাদ মাহফিল, কুরআন তেলাওয়াত, হামদ ও নাত প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠ এবং হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলাম শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ও ঈদে মিল্লাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক মো. ছফিউল্যাহ।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আবুল বাশারের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুফতি ফজলুল হক জামালী প্রমুখ।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন মানবতার জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর শিক্ষা অনুসরণ করলেই একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণকর সমাজ গঠন সম্ভব।

শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ৪ দিনব্যাপী এ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।