শেরপুর সরকারি কলেজে কর্মচারী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুর সরকারি কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের প্রধান সহকারী মোহাম্মদ হাবিবুর রহমান। প্রিয় অতিথি ছিলেন কলেজের হিসাব রক্ষক মো. আজিজ নাছের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের কর্মচারী ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান সাজু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. কাওছার আলম।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আরজু মিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. পারভেজ ইসলাম, জামালপুর জেলা ইউনিয়নের সভাপতি এসএম শামিমুল হক (টিটু), শেরপুর জেলার সভাপতি মো. ইমান আলী, শেরপুর সরকারি মহিলা কলেজ ইউনিয়নের মো. আলমগীর হোসেন প্রমুখ।
বক্তারা কর্মচারীদের ন্যায্য দাবি আদায়, কর্মপরিবেশের উন্নয়ন, আর্থ-সামাজিক অবস্থার সুরক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া সরকারি বেসরকারি কর্মচারীদের একসাথে কাজ করার উদ্বুদ্ধ করেন। একইসাথে কলেজের সার্বিক উন্নয়নে সবার সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় শেরপুর সরকারি কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন