শেরপুর সরকারি কলেজে ফ্যাসিস্ট বিদায়ের ক্ষণ উদযাপন

ফ্যাসিস্ট সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে শেরপুর সরকারি কলেজে মঙ্গলবার (৫ আগস্ট) উদযাপিত হয়েছে ‘ফ্যাসিস্ট বিদায়ের ক্ষণ’। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয় এবং ‘জুলাই গণঅভ্যুত্থান’ ভিত্তিক একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।
আয়োজকরা জানান, ২০২৪ সালের এই দিনে—৫ আগস্ট, দুপুর ২টা ২৫ মিনিটে তৎকালীন স্বৈরশাসক হেলিকপ্টারে করে দেশত্যাগ করেন। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে প্রতিবছর এই দিনটি ‘ফ্যাসিস্ট বিদায়ের ক্ষণ’ হিসেবে পালন করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। তিনি বলেন, “এই দিনটি গণতন্ত্রের বিজয়ের প্রতীক। আমরা এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবো। যারা শহীদ হয়েছেন, তাদের যেন আল্লাহ তায়ালা জান্নাত দান করেন।”
আনন্দ র্যালিতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা অংশ নেন।
পরে কলেজের হলরুমে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। প্রদর্শন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, গণতান্ত্রিক চেতনা ও অধিকার রক্ষায় ছাত্রসমাজকে আরও সচেতন ও সোচ্চার হতে হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন