শেরপুর সরকারি কলেজে ৫০তম স্কাউট ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেরপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ৫০ তম স্কাউট ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) কলজের রোভার ডেনে দুইটি পর্বে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বে স্কাউট ওন এবং দ্বিতীয় পর্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শেরপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর উত্তম কুমার নন্দীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর মোঃ আবদুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সহ সভাপতি প্রফেসর শাহ্ কামাল উদ্দীন, শেরপুর জেলা রোভারের সাবেক এলটি মোঃ আবুল হোসেন।

গ্রুপ সম্পাদক প্রফেসর উত্তম কুমার নন্দী তার বক্তব্যে বলেন, স্কাউট’স ওন প্রোগামটি আমরা শুধু রোজার সময়ে করে থাকি। স্কাউট’স ওন বা গাইড’স ওন হল একটি অনুপ্রেরণামূলক, অনানুষ্ঠানিক অনুষ্ঠান যা স্কাউটিং বা গাইডিং কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। কলেজের বিভিন্ন কাজে সহায়তা করার লক্ষ্যে রোভার স্কাউটরা যথেষ্ঠ পরিশ্রম করছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরো বেগবান হবে বলে আশা করি।

প্রধান অতিথি প্রফেসর মোঃ আবদুর রউফ বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোভার স্কাউটরা সমাজসেবা ও নৈতিকতা চর্চার মাধ্যমে দেশ গঠনে অবদান রাখছে যা অত্যন্ত প্রশংসনীয়। পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে স্কাউটরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে এই প্রত্যাশা করি।

এসময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া, শিক্ষক পরিষদের সম্পাদক আনোয়ার হোসেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মাজহারুল ইসলাম, গণিত বিভাগের বিভাগীয় প্রধান আজহারুল ইসলাম প্রমুখ।