শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি’র রুটিন দায়িত্বে সাতক্ষীরার শেখ রেজাউল করিম
রাজধানী ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ভাইচ চ্যান্সেলরের মেয়াদপুর্তিতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অব্যাহত রাখার জন্য রুটিন দায়িত্ব প্রদান করা হয়েছে উক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাতক্ষীরার কলারোয়ার কৃতি সন্তান শেখ রেজাউল করীমকে।
রোববার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক আদেশে এ দায়িত্ব প্রদান করা হয়।
লিখিত আদেশে উল্লেখ করা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা এর ভাইচ চ্যান্সেলরের পদ শুন্য হওয়ায় পরবর্তী ভাইচ চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বতীকালীন ব্যবস্থা হিসেবে উক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব শেখ রেচাউল করিম ভাইচ চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করবেন।
শেখ রেজাউল করীম কলারোয়া পৌর সদরের মৃত শেখ রবিউল হোসেনের বড় ছেলে ও জাতীয় দৈনিক আমাদের সময়ের কলারোয়া উপজেলা প্রতিনিধি মোস্তাক আহমেদের বড় ভাই।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের ভাইচ চ্যান্সেলরের রুটিন দায়িত পাওয়ায় তাঁকে অভিনন্দন জনিয়েছেন কলারোয়া উপজেলায় সুশীল সমাজসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন