শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সাথে কলারোয়ায় মতবিনিময়
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সাথে কলারোয়া হোমিওপ্যাথি কলেজের শিক্ষকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার রাত ৮টায় কলারোয়া হোমিও কলেজের অধ্যক্ষের অফিস রুমে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. ইউনুস আলী কলেজ প্রতিষ্ঠার ইতিহাস ও বর্তমান অবস্থা তুলে ধরেন।
শেখ রেজাউল করিম বলেন, ‘আমাকে গর্ভনিংবডির দাতা সদস্য হিসেবে মনোনীত করায় কলেজ কর্তপক্ষকে ধন্যবাদ জানাই। এই কলেজের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।’
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের খুলনা বিভাগের সহকারী পরিচালক শেখ ফারুক হোসেন, শেখ আলমগীর কবির, ডা. হাবিবুর রহমান, শিক্ষক আব্দুল ওহাব মামুন, মিজানুর রহমান, মোর্তজা হাসান, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন