শেষ মুহুর্তের বেনাপোল পৌরসভা নির্বাচণ। চলছে মিছিল মিটিং গনসংযোগ
শেষ মুহুর্তে জমে উঠেছে বেনাপোল পৌর সভা নির্বাচন। চলছে মিছিল মিটিং গনসংযোগ ও জনসভা। প্রার্থী আর কর্মিদের পদচারনায় মুখরিত রয়েছে পৌর এলাকা। অনেক দিন পরে নির্বাচন হওয়ায় ভোটাররাও মহা খুশিতে আছে। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে পৌর এলাকার ওলি গলি ও প্রধান সড়ক।
বেনাপোল পৌরসভাকে মডেল পৌরসভায় রুপাুন্তর, মাদকমুক্ত পরিবেশ সৃষ্টি, বিভিন্ন ভাতা প্রদান সহ নানা উন্নয়ন মুলক কর্রমকান্ডের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন প্রার্থীরা। তবে সাধারন ভোটাররা বলছেন, যে শিক্ষিত ও এলাকার উন্নয়ন করতে পারবেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা। নির্বাচনের ভিডিও চিত্র তুলে ধরে রিপোর্ট করছেন বেনাপোল প্রতিনিধি মোঃ ওসমান গনি।
প্যাকেজ : এক যুগ পরে বেনাপোল পৌরসভায় আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর নির্বাচন। এ পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালের ১৩ জানুয়ারী। এবারের নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রতিদন্দিতা করছেন। আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে ’নৌকা’ প্রতিকে নির্বাচন করছেন নাসির উদ্দিন। সতন্ত্র প্রার্থী হিসাবে ’জগ’ প্রতিক নিয়ে নির্বাচন করছেন ফারুক হোসনে উজ্জল। বিএনপির বহিস্কৃত নেতা মফিজুর রহমান সজন ’মোবাইল’ প্রতিক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন। প্রার্থীরা প্রতিদিন দলীয় কর্মীদের নিয়ে প্রতিটা ওয়ার্ড চষে বেড়াচ্ছেন। প্রতিটি ওয়াার্ডে করছেন গন সংযোগ ও নানা ধরনের উঠান বৈঠক।
অপর দুই প্রর্থী মফিজুর রহমান সজন ও ফারুক হোসেন উজ্জল তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। স্বতন্ত্র দুই প্রার্থীরা ওয়ার্ডে ওযার্ডে করছেন গণসংযোগ মিছিল মিটিং বা উঠোন বৈঠক। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে পৌর এলাকার ওলি গলি ও প্রধান সড়ক। মেযর প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে উপস্থিত হয়ে ভোট যাচ্ছেন।
তবে এক এক ওয়ার্ডে একাধিক কাউন্সিলর প্রার্থী হওয়ায় দ্বিধা দ্বন্ধের মধ্যে পড়েছেন সাধারণ ভোটাররা। পিছিয়ে নেই সংরক্ষিত মহিলা কাউন্সিলররাও। তারাও নানান প্রতিশ্রুতি দিয়ে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা। তবে সাধারন ভোটাররা বলছেন, যে শিক্ষিত ও এলাকার উন্নয়ন করতে পারবেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।
ভক্সপপঃ সাধারন ভোটার, সাবেক মেয়র, কাউন্সিলর ও মেয়র প্রার্থীরা
বেনাপোল পৌরসভায় এবার ১২ টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৫ জন। এবারের নির্বাচনে প্রথমবার ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।
সিংকঃ মোঃ আনিছুর রহমান, যশোর জেলা সিনিয়ন নির্বাচন কমিশন অফিসার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন