শৈতপ্রবাহে কাঁপছে বীরগঞ্জ, দেশের সর্বনিন্ম তাপমাত্রা দিনাজপুরে ৯.২ ডিগ্রি
মাঘ মাসের শুরুতেই উত্তরাঞ্চলের দিনাজপুরে শীতের প্রকোপ তীব্র আকার ধারন করেছে। আজ শনিবার (২৫ জানুয়ারি) দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৯.২ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় হিমেল হাওয়া, ঘনকুয়াশা ও শৈতপ্রবাহে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। সকালে কুয়াশার কারনে দৃষ্টিসীমা কমে যাওয়ায় যাবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে। তবে সকাল ৯ টা ৩০ মিনিটে সূর্যের দেখা মিললেও তীব্র শীতের অনুভুতি কমেনি।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬ টায় বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ এবং গত ২৪ ঘন্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘন্টায় ৩ কিলোমিটার। তিনি আরও জানান, চলতি মৌসুমে এটিই এ জেলার সর্বনিন্ম তাপমাত্রা। বর্তমানে এ জেলার উপর দিয়ে একটি মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে।
শীতের কারনে স্থানীয় বাজারগুলোতে গরম পোশাকের চাহিদা বৃদ্ধি পেয়েছে। কুয়াশায় ঢাকা সকালে চায়ের দোকানগুলোতে ভিড় জমতে দেখা গেছে। গ্রামাঞ্চলে কুয়াশা আর হিমেল বাতাসে শীতের এক অনন্য আবহ তৈরি হয়েছে।
শীতের তীব্রতায় বীরগঞ্জসহ আশেপাশের এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বীরগঞ্জে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করছে। তবে প্রয়োজনের তুলনায় তা পর্যাপ্ত নয় বলে স্থানীয়দের অভিযোগ উঠেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন