‘শৌচালয় নির্মাণের টাকা না থাকলে স্ত্রীকে বেচে দিন’
স্বচ্ছ ভারত অভিযানের প্রচার করতে এসে কুরুচিকর মন্তব্য করে বসলেন ভারতের বিহারের অরঙ্গাবাদের জেলাশাসক কানওয়াল তনুজ। শৌচালয় তৈরির টাকা তুলতে স্ত্রীকে বিক্রির করার পরামর্শ দেন তিনি।
জেলাশাসকের এমন মন্তব্যের পর শুরু হয়েছে বিতর্কের ঝড়। অনেকের মতে, শৌচাগার নির্মাণের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে তিনি যা বললেন তা শুধু নিন্দনীয়ই নয়, লজ্জাজনকও বটে। তবে জেলাশাসকের এমন মন্তব্যে প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এমন নিন্দনীয় মন্তব্য করায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে।
গত শনিবার গ্রামের এক সভায় তিনি বলেন, ‘‘যদি পারেন নিজের স্ত্রীর সম্ভ্রম রক্ষা করুন। আপনি ঠিক কতটা গরিব? আপনার স্ত্রীর মূল্য যদি ১২ হাজার টাকার কম হয় তবে হাত তুলুন। ’’
এখানেই শেষ নয়। এরপর তিনি আরও বলেন, ‘‘আগে আমার কথা শুনুন, তার পর হাত তুলবেন। এমন কেউ আছেন কি যিনি বলবেন, আমাকে ১২ হাজার টাকা দিন তার বিনিময়ে আমার স্ত্রীর ইজ্জত নিয়ে নিন? কেউ কি এমন আছেন?’’
জেলাশাসকের এই মন্তব্য শুনে এক গ্রামবাসী তার উদ্দেশে জানান, বাড়িতে শৌচাগার তৈরি করার মতো অর্থ তার কাছে নেই। এই উত্তর শুনে কোন কিছু না ভেবে বেফাঁস মন্তব্য করে বসেন কানওয়াল।
তিনি বলেন, ‘‘আমি আপনার সঙ্গে কথা বলব। যদি আপনার কথা সত্যি হয়, তবে যান নিজের স্ত্রীকে বিক্রি করে দিন। অনেকেই আগাম টাকার কথা বলছেন। তারা আগাম টাকা পেয়েও গিয়েছেন। তবে অপ্রয়োজনীয় কাজে সেই টাকা খরচ করে দিয়েছেন। ’’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন