শ্যামনগর উপকূলীয় এলাকায় প্রাইজ প্রাপ্তি উপলক্ষ্যে মতবিনিময় ও আলোর উৎসব
সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স উপকূলীয় এলাকায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য মধ্যপ্রাচ্য ভিত্তিক আন্তর্জাতিক জায়েদ সাসটেন্যাবিলিটি প্রাইজ ২০২৩ অর্জন করেছে।
এই উপলক্ষ্যে লিডার্স প্রধান কার্যালয়ে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মতবিনিময় ও আলোর উৎসব এর আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লিডার্স এর কাযনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার এস. এম. এনামুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মূল বক্তব্য তুলে ধরেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, নকশী কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য গাজী গোলাম মোস্তফা, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম মৃধা, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. জি. এম শোকর আলী, ভ্রুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ. কে. এম জাফরুল আলম, লিডার্স এর কার্য নির্বাহী পরিষদের সদস্য, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ কুমার বর্মণ, বারসিকের কর্মকর্তা আল ইমরান, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য নিপা চক্রবর্তী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ব্যাংক এর কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ প্রমূখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স এর কার্য নির্বাহী পরিষদের সদস্য সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, “জায়েদ সাসটেন্যাবিলিটি প্রাইজ ২০২৩ প্রাপ্তি দেশের জন্য গর্বের। লিডার্স দেশের গর্ব ছিনিয়ে এনেছে। এজন্য আমরা লিডার্স এর নির্বাহী পরিচালককে অভিনন্দন জানাচ্ছি। লিডার্স উত্তরোত্তর সমৃদ্ধি অর্জণ করুক এই প্রত্যাশা করি।”
অনুষ্ঠানটি মতবিনিময়, আলোর উৎসব, সংগীতানুষ্ঠান ও নৈশভোজ আকারে কয়েকটি ধাপে বিভক্ত ছিল।
মতবিনিময় সভা শেষে বাজি পুড়িয়ে আলোর উৎসব পালন করা হয়। সব শেষে নৈশ ভোজের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন