সাতক্ষীরার কালিগঞ্জে
শ্যাম্পু পান করে অসুস্থ্য, গ্রাম্যডাক্তার থেকে গুনিন, অবশেষে মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে রুমানা আক্তার রেখা (১৫) নামে এক কিশোরী শ্যাম্পুর সাথে বিষ মিশিয়ে পান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
ওই কিশোরী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর এলাকার জুলফিকার হায়দার ভুট্টোর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুন সকাল ১১টার দিকে ওই কিশোরী নিজ বাড়িতে শ্যাম্পুর সাথে বিষ মিশিয়ে সেটি পান করলে কিছুক্ষণ পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তার এর কাছ থেকে চিকিৎসা প্রদান শেষে ঐ কিশোরীকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
২ জুলাই ওই কিশোরীর অবস্থার অবনতি হলে তাকে দেবহাটা উপজেলার জনৈক এক গুনিনের বাড়িতে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখান থেকে ফেরার পথে রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।
এছাড়া আরও একটি সূত্র জানিয়েছেন, ওই কিশোরীকে কয়েক বছর আগে দেবহাটা উপজেলার হাদিপুর এলাকার জনৈক শান্ত নামে এক ব্যক্তির সাথে বিয়ে দেওয়া হয়। কয়েক মাস আগে তাদের ডিভোর্স হয়ে যায়।
এরপর থেকে ওই কিশোরী মানসিক ভাবে হতাশাগ্রস্থ ছিলেন বলে জানা গেছে।
খবর পেয়ে উপ-পরিদর্শক তারিকুল ইসলাম শনিবার (৩ জুলাই) সকালে ওই কিশোরীর বাড়িতে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, কিশোরীর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করার জন্য মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। আপাতত এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন