শ্রীদেবীর মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক
শ্রীদেবীর মৃত্যুতে শুধু বলিউডই নয়, শোকস্তব্ধ গোটা ভারত। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, কিংবদন্তি এই বলিউড অভিনেত্রীর অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রীসহ বিজেপি ও কংগ্রেসের নেতৃবৃন্দ। সবাই যার যার টুইট বার্তায় স্মরণ করেছেন শ্রীদেবীকে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর টুইট বার্তায় লিখেন, ‘বিখ্যাত অভিনেত্রী শ্রীদেবীর অকালপ্রয়াণে আমি শোকাহত। দীর্ঘ অভিনয় জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে এবং মনে রাখার মতো অভিনয় দক্ষতায় ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির মহীরুহে পরিণত হয়েছিলেন তিনি। এই দুঃখের সময়ে আমি তাঁর পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মা শান্তি লাভ করুক।’
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লিখেন, ‘বর্ষীয়ান অভিনেত্রী শ্রীদেবীর হঠাৎ চলে যাওয়ায় আমি শোকাহত। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর দীর্ঘ এবং সফল অভিনয় জীবনে অনেকগুলো মনে রাখার মতো ছবি করেছেন তিনি। তাঁর এই চলে যাওয়া ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ক্ষতি। আমার সমবেদনা তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি। তাঁর আত্মা শান্তি লাভ করুক।’
ইউনিয়ন মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, ‘শ্রীদেবী-অভিনয়ের শক্তিঘর। সফলতার সঙ্গে দীর্ঘ এক পথচলার হঠাৎ সমাপ্তি। আমার সমবেদনা তাঁর ভক্ত ও পরিবারদের প্রতি।’
অন্যদিকে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী তাঁর টুইট বার্তায় লিখেছেন, ‘ভারতের পছন্দের অভিনেত্রী শ্রীদেবীর হঠাৎ এবং অকালমৃত্যুতে আমি শোকাহত। শ্রীদেবী ছিলেন একজন অসাধারণ মেধাসম্পন্ন ও অভিজ্ঞ অভিনেত্রী, যার বিশাল কাজ জাতি এবং ভাষার সীমারেখা পার করেছে। এই দুঃখের সময়ে আমি তাঁর পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মা শান্তি লাভ করুক।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন