শ্রীপুরে ‘মানব উন্নয়ন সংসদের’ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার রাতে স্বেচ্ছাসবী সংগঠন ‘মানব উন্নয়ন সংসদের’ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব। প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নাকোল ইউনিয়নের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমান, শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-১ আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের এ ধরাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান তিনি।
আলোচনা সভা শেষে ঢাকা থেকে আগত বিশিষ্ট ফোক শিল্পি ফরিকর সাহাবুদ্দিনসহ অন্যান্য শিল্পিরা সংগীত ও জাদু প্রদর্শন করে স্থানীয় দর্শকদের মুগ্ধ করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন