‘শ্রীলঙ্কার মতো ভয়াবহ হামলার আশঙ্কা বাংলাদেশে নেই’
বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ এখন অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে। শ্রীলঙ্কার মতো ভয়াবহ হামলার আশঙ্কা বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম।
সকালে সিরডাপে ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্র্যাবের আয়োজনে মিট মনিরুল ইসলাম অনুষ্ঠানে এ কথা বলেন কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান। তিনি বলেন বাংলাদেশে সাম্প্রদয়িক দন্দ কখনই মাত্রা ছাড়িয়ে যায়নি তাই সাম্প্রদায়িকতাকে পুঁজি করে বড় কোন নাশকতা করার সুযোগ নেই। কাউন্টার টেরোরিজম ইউনিটসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন বেশ চৌকশ। যে সকল ক্ষুদ্র গোষ্ঠি সন্ত্রাসী হামলার প্রচেষ্টা করব তাদের সক্রিয় হওয়া মাত্রই আটক করার সক্ষমতা অর্জন করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন