শ্রীলঙ্কায় আনন্দ ফিরিয়েছে এলপিএল

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে শেষ হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২২। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে জাফনা কিংস। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে কলম্বো স্টার্সকে দুই উইকেটে হারিয়ে টানা তিন আসরে জাফনা চ্যাম্পিয়নশিপ ধরে রেখেছে।

কিছুদিন আগেই অর্থনৈতিক সংকটে দেশের অবস্থা বিপর্যস্ত ছিল শ্রীলঙ্কার। নানা সমস্যার মুখোমুখি হয়েছিল দেশটি। এরমধ্যেই এমন আয়োজন দেশটিতে আনন্দের উৎস ফিরিয়ে দিয়েছে। বার্তা দিয়েছে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর।

ওয়াসিম আকরাম কিংবা সনাত জয়সুরিয়ার মতো কিংবদন্তী ক্রিকেটাররা ব্র‍্যান্ড অ্যম্বাসেডর হয়ে এলপিএলকে নিয়ে গেছেন অনন্য উউচ্চতায়। এলপিএল আয়োজনে দারুণ অবদান আইপিজি গ্রুপের। তারা এগিয়ে না আসলে এই মুহূর্তে শ্রীলঙ্কায় এমন আয়োজন সম্ভব হয়ে উঠতো না।

দেশের ক্রিকেটের পাশাপাশি বিশ্ব ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে আইপিজি। তারা এবার শ্রীলঙ্কার পাশাপাশি মালয়েশিয়ায় এলপিএলের মতো লিগ আয়োজন করতে যাচ্ছে। আগামী বছর থেকে শুরু হবে এটি।

আইপিজি গ্রুপের চেয়ারম্যান ও এলপিএলের অফিসিয়াল প্রমোটর অনীল মোহন বলেন, স্বল্প সময়ে এমন আয়োজন করতে পেরে আমরা গর্বিত। অনেক দর্শক মাঠে আসছে খেলা দেখার জন্য এটা দেখা আনন্দের। দারুণ সফলতার সঙ্গে শেষ হয়েছে টুর্নামেন্ট। আমরা আগামী বছরও এমন উৎসাহ-উদ্দীপনা নিয়ে ফিরবো।